
করোনাভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। আর এর মাঝেই নিজের প্রিয় ঘোড়া সাকাব-কে ঘাস খাওয়াচ্ছিলেন সালমান খান। শুধু ঘোড়াকেই খাওয়ানো নয়, নিজেও সেই ঘাস, পাতা, খেতে শুরু করে দিলেন ভাইজান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই ভিডিও পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে তিনি লিখলেন, ব্রেকফাস্ট উইথ মাই লাভ। আর সালমানের এই ভিডিও দেখে অনেকেই সেখানে নেতি এবং ইতিবাচক দুই কমেন্টই করেছেন।
প্রসঙ্গত, লকডাউনের ঠিক আগেই সালমান তার পরিবারের সঙ্গে সময় কাটাতে মহারাষ্ট্রের পানভেলে নিজের বাগান বাড়িতে গিয়েছিলেন। পুরো দেশে লকডাউন হয়ে যাওয়ায় সালমান আর তার বাগানবাড়ি থেকে ফিরতে পারেননি। সেখানেই আটকে রয়েছেন।