
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধে নিজের ব্যাট নিলামে বিক্রি করে দিয়েছেন সাকিব আল হাসান। তারই পথ ধরে এবার করোনাযুদ্ধে এগিয়ে আসলেন শ্যুটার আসিফ হোসেন খান। নিলামে তুলছেন তার কমনওয়েলথ গেমসে ভারতের নামী শ্যুটার অভিনব বিন্দ্রাকে হারিয়ে জেতা তার সেই স্বর্ণপদক।
মাত্র ১৫ বছর বয়সেই কমনওয়েলথ গেমসের সেই আসরে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন আসিফ। স্বর্ণপদকটি নিলামে তোলার ব্যাপারে আসিফ বলেন, করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের সোনার পদকটি নিলামে তুলব। আশা করি এই উদ্যোগ থেকে অন্তত কিছু মানুষকে সহায়তা করতে পারব। যা এখন খুব দরকার।
পদকটি নিলামে তুলতে কীভাবে কী করা যায়, তার জন্য অভিজ্ঞদের পরামর্শ চাইছেন এই তারকা শ্যুটার। তিনি বলেন, আমি আসলে কিছুই জানি না কীভাবে কী করতে হবে। নিলামের জন্য কী করতে হবে সেটাও বুঝতেছি না। আমার আসলে একটা হেল্প দরকার, যাতে করে আমি আমার স্বর্ণপদকটা নিলামে তুলতে পারি। আমি আশায় আছি একটু ভালোভাবে যদি নিলামে তোলা যায়, তাহলে হয়ত অর্থের পরিমাণ একটু বেশি হবে। যেহেতু আমার দেশের মানুষের জন্যই এই উদ্যোগ, দেশের অসহায় মানুষের কাজে লাগলে নিজেকে ধন্য মনে করবো।
এর মধ্য দিয়ে দেশে ক্রিকেট ও ফুটবলের বাইরের কোনো তারকার কোনো স্মারক নিলামে তোলার ঘটনা এটাই প্রথম।