
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লি ও তার আশপাশের এলাকায় রোববার সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দী হয়েছে দেশটির রাজধানীর বাসিন্দারা। কয়েক ঘণ্টার বৃষ্টি এতোটাই প্রবল যে, দিল্লির আইটিও এলাকার নর্দমার পাশে থাকা বড়সড় একটি বাড়ি ভেঙে পানির স্রোতে ভেসে গেছে। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে রীতিমত আতঙ্কিত নেটিজেনরা।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি নর্দমা দিয়ে প্রবল বেগে আবর্জনাসহ বৃষ্টির পানি বইছে। সেই নর্দমার পাশেই রয়েছে বস্তির বেশ কয়েকটি বাড়ি। সেখানকার একটি বাড়ির পাশের গাছ উপড়ে পড়ে ভেসে গেল নর্দমায়। পরে বাড়ির নিচের অংশ ক্ষয়ে যেতেই বাড়িটি মুহূর্তেই ভেঙে পড়ে পানিতে।
ভেঙে পড়ার সময় ওই বাড়িতে কেউ না থাকায় প্রাণহানি ঘটেনি। তবে ভিডিও-তে বাড়িটি ভেঙে পড়ার সময় স্থানীয়রা চিৎকার করেছেন।
এদিকে ভারতের রাজধানী দিল্লি পানিতে সয়লাব রয়েছে। এতে সেখানকার জাহাঙ্গির পুরী এলাকায় ৫৫ বছরের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আবহাওয়া দফতর জানায়, দিল্লিতে সকাল সাড়ে ৫টা থেকে প্রায় ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।