
কথা ডেস্ক : পিরোজপুরে বিভিন্ন উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত ২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭০৮ জন।
জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৯ জন ও ভান্ডারিয়া উপজেলায় ৪ জন, নেছারাবাদ উপজেলায় ২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়, এই নিয়ে জেলার মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০৮ জন। এর মধ্যে পজেটিভ থেকে সুস্থ্য হয়েছেন ৩৮৮ জন। জেলার মোট আক্রান্তের মধ্যে দেখা যায়, সদর উপজেলায় ১৮২ জন, ভান্ডারিয়া উপজেলায় ৯২ জন, মঠবাড়িয়া উপজেলায় ২১১ জন, কাউখালী উপজেলায় ৬১ জন, নেছারাবাদ উপজেলায় ৭৮ জন, ইন্দুরকানী উপজেলায় ২৫ জন, নাজিরপুর উপজেলায় ৪৯ জন আক্রান্ত হয়েছেন।
পজেটিভ থেকে মৃত্যু হয়েছে ১২ জনের। যা ছিল পিরোজপুর সদরে ৪, নাজিরপুর উপজেলায় ২ ও নেছারাবাদ উপজেলায় ৩ জন, ইন্দুরকানী উপজেলায় ১ জন, ভান্ডারিয়া উপজেলায় ২ জন।