
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাবেক সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ স্মরনে পিরোজপুরে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে আফতাবউদ্দিন কলেজ মাঠে বঙ্গবন্ধু সমাজ উন্নয়ন একতা সংঘের আয়োজনে এ ক্রিকেট টূর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়।
টূর্ণামেন্টে বঙ্গবন্ধু সমাজ উন্নয়ন একতা সংঘের প্রধান উপদেষ্টা ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। আমাদের সুস্বাস্থ্য গড়ে তুলতে ক্রীড়ার চর্চা দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার। তার সময়ে ক্রীড়ার অবস্থা বিকশিত হয়ে সবচেয়ে উন্নততর অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিনি ক্রীড়ায় এতোটা পৃষ্ঠপোষকতা দিয়েছেন যাতে ক্রিকেট থেকে শুরু করে ক্রীড়ার সকল স্তরে অভাবনীয় সাফল্য এসেছে। এই সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, মহিলা আওয়ামীলীগ নেত্রী রুহিয়া আক্তার হাসি, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য কামরুজ্জামান খান শামীম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক প্রমুখ।
সার্বিক তত্বাবধয়নে ছিলেন ইসতিয়াক আজাদ খান ও অভিরুজ্জামান অভিক। টূর্ণামেন্টে ২২টি দল অংশগ্রহন করে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।