
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতায় ও জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেষ্ট সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে টাউন ক্লাবে স্টেজ ফর ইয়ুথ এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আমি শেখ হাসিনার একজন কর্মী হিসাবে কোন দুর্নীতি করি না। আমার কোন আত্মীয় স্বজন কোন ধরনের ঘুষ, দুর্নীতি বা নিয়োগ বানিজ্যের কথা বলে কোন ধরনের টাকা পয়সা চাইলে তাকে ধরে পুলিশে দিবেন। আমরা সকলে শিক্ষার মাধ্যমে দেশ ও জনগনের সেবা করব।
স্টেজ ফর ইয়ূথ এর সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) জাহিদুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার রায়, উজ্জল কুমার হালদার, সানা উল্লাহ।
এসময় জিপিএ-৫ প্রাপ্ত ৫১ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভান্ডারিয়া ভিটাবাড়িয়া আদর্শ নুরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জারাফা আলম ছোয়া।
প্রতিযোগীতায় ৮টি স্কুল অংশ নেয়।
এসময় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন অন্তরা আক্তার শারমিন, আসমা আক্তার, আব্দুল্লাহ আল যুবাইর, মো: শাওন, নাসিফ জাহাঙ্গীর, হৃদয়, তায়েবা রশিদ, শ্রেয়া, আনিকা, শুভ।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্র্থী ডি.কে. ডিব্বা মনি।