
স্টাফ রিপোর্টার : “বিএনপি-জামাত মদদপুষ্ট উগ্রমৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাড়াও” এই স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পিরোজপুরে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক টিটু, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।
বক্তারা এ সময় বলেন, বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দেয়া মানে আমাদের অস্তিত্বে হাত দেয়া। যারা রাতের আধারে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।